জুলাই ঐক্যের অন্যতম সংগঠক, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানিয়েছেন, আনিস আলমগীরকে ডিবিতে আনা হয়েছে। তবে তাকে ছেড়ে দিতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রেশার দেওয়া হচ্ছে বলে চাউর হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে আনিস আলমগীরকে ‘পটেনশিয়াল খুনী’ আখ্যা দিয়ে ডাকসুর এই নেতা লেখেন, ‘এই পটেনশিয়াল খুনীকে যদি ছেড়ে দেওয়ার কোনো পায়তারা করা হয় তাহলে সাথে সাথে দুইটা কাজ করতে হবে।’
‘প্রথমত, একে ছেড়ে দিলে সাথে সাথে এরে খুঁজে বের করে একটা গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দিয়ে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, টিকটকার উপদেষ্টার কার্যালয় ঘেরাও দিতে হবে।’
তিনি আরও লেখেন, ‘সবাই প্রস্তুতি নিন। আইন আইনের গতিতে অগ্রসর না হলে আইন নিজ হাতে তুলে নিতে হয় মাঝেমধ্যে।’
























