ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। মসজিদ নির্মাণের জন্য চালু করা অনলাইন অনুদান ব্যবস্থার কিউআর কোড নকল করে প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামের ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ সেই কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে অর্থ সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য প্রকাশ্যে অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্স স্থাপনের পাশাপাশি অনলাইনে অনুদানের জন্য কিউআর কোড ব্যবস্থাও চালু করা হয়।

তবে সম্প্রতি সেই কিউআর কোড নকল করে প্রতারণার বিষয়টি সামনে আসে। অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে হুমায়ুন কবীরকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। মসজিদের শিলান্যাসের আগে সৌদি আরব থেকে দুই ধর্মগুরুর আগমনের কথা বলা হলেও পরে জানা যায়, তাঁরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। একইভাবে হায়দরাবাদ থেকে আনা বলে দাবি করা নিরাপত্তারক্ষীরাও কলকাতার বাসিন্দা বলে অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবীর দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

জনপ্রিয় সংবাদ

১৭ বছর আ.লীগের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হয়েছে: বিএনপি প্রার্থী

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ

আপডেট সময় ০৩:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

পশ্চিমবঙ্গের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। মসজিদ নির্মাণের জন্য চালু করা অনলাইন অনুদান ব্যবস্থার কিউআর কোড নকল করে প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামের ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ সেই কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে অর্থ সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য প্রকাশ্যে অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্স স্থাপনের পাশাপাশি অনলাইনে অনুদানের জন্য কিউআর কোড ব্যবস্থাও চালু করা হয়।

তবে সম্প্রতি সেই কিউআর কোড নকল করে প্রতারণার বিষয়টি সামনে আসে। অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে হুমায়ুন কবীরকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। মসজিদের শিলান্যাসের আগে সৌদি আরব থেকে দুই ধর্মগুরুর আগমনের কথা বলা হলেও পরে জানা যায়, তাঁরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। একইভাবে হায়দরাবাদ থেকে আনা বলে দাবি করা নিরাপত্তারক্ষীরাও কলকাতার বাসিন্দা বলে অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবীর দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।