মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাবি শিক্ষার্থীরা। দেশের বিজয়কে ‘কলঙ্কিত’ করার অভিযোগে আধিপত্যবাদবিরোধী ব্যানারে একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আয়োজকরা বলেন, মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী, সংখ্যালঘুদের নিষ্পেষণকারী এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা বিরোধিতা করেছিল।
এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল।
তিনি বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের যে অপশাসন চলেছে, সে অপশাসনেরও মদদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।




















