চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ও প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উদ্যোগে সিটি কলেজ বিজয় দিবস ম্যারাথন প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জাতি গঠনে খেলাধুলা ও ম্যারাথনের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দীন মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. জসীম উদ্দীন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকি রনি এবং সদস্যসচিব আব্দুল মজীদ ছোটন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যারাথনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















