কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। খবর পেয়ে ব্রীজের পাটাতন মেরামত করে যানবাহন চলাচল নিশ্চিত করেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জান যায়, গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যায়। পাটাতান সরে যাওয়ায় দুইদিন ধরে ঝুঁকি নিয়ে একলেনে যানবাহন চলাচলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এই সড়কের যাত্রী ও গাড়ীচালকরা।
বিষয়টি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে ব্রীজটি দ্রুত সচল করার উদ্যোগ নেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগরের তারুণ্যের প্রিয় মুখ কাজী শাহ আরেফিন। খবর জানার পরই তিনি কোনো প্রকার বিলম্ব না করে রাতেই ব্রীজটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
দলের পক্ষ থেকে মেরামত কজে অংশনেন আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ, আরিফ। রাত নয়টায় ব্রীজটি মেরামত কাজ শেষ হয়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ও দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও কাজী শাহ আরফিন। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে তখনও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পায় এলাকাবাসী।
স্থানীয়রা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের বিপদে এভাবে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।



















