সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে মেঘমল্লার বলেন, শরীফ ওসমান হাদী সব সময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। উনি এমন বহু কাজ করেছেন, কথা বলেছেন যেগুলোর প্রচণ্ড সমালোচনা আমি করেছি। তার কথায় ক্রোধান্বিত হয়েছি। আশা করি দয়াল উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠাবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক তীব্র মতবিরোধ হবে আমাদের।
তিনি বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার এপেন্ডিসাইটিজের অপারেশনের সময় হাদী ভাই আমার পোস্ট শেয়ার করে লিখেছিলেন ‘Get well soon, brother’। পরে কমেন্টে উনার সমর্থকরা আমি গণহত্যার সম্মতি উৎপাদনকারী হওয়ার পরও কীভাবে উনার ভাই হইলাম এই সংক্রান্ত কমেন্টে উনার শেয়ার করা পোস্ট সয়লাব করে দেওয়ার পর উনি brother শব্দটুকু কেটে দেন। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না।’
‘২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ‘শত্রু’ থেকে ‘প্রতিপক্ষ’ হয়ে ওঠার কথা ছিল। এক পক্ষের লোকের প্রতি আরেক পক্ষের ব্যক্তিগত স্তরে কনসার্ন একটা স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল। সেটা কেন হলো না, সেই প্রশ্নের উত্তর দিতেও আবার রাজনীতি নিয়ে আসতে হবে। সেই আলাপ এখানে করব না।’
‘হাদী ভাইয়ের সাথে জীবনে সামনা-সামনি তিন বার দেখা হয়েছে। প্রত্যেক বারই খুবই অমায়িক আচরণ করেছেন। আমাদের অনেককেই রাজনীতির প্রয়োজনে অনেক আগ্রাসী পশ্চার করতে হয়, যারা ব্যক্তিগত আচরণে খুবই অমায়িক। শরীফ ওসমান হাদীকে আমার এমন মানুষই মনে হয়েছে, খুব সীমিত ইন্টার্যাকশানে।’ স্ট্যাটাসের শেষে মেঘমল্লার বলেন, ‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন, ব্রাদার।’



















