বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাস চেয়ে কোনো আবেদন পাওয়া যায়নি।
এর আগে, যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই ঘোষণা দেন যে, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই তথ্য গত শুক্রবার এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ট্রাভেল পাসের আবেদন না থাকলেও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



















