ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই : পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 

নির্বাচন ইস্যুতে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বা নসিহতের প্রয়োজন নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের পরামর্শে নয়, নিজস্ব সিদ্ধান্ত ও সক্ষমতার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেবে না।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের নির্বাচনী পরিবেশ তৈরির অঙ্গীকার করে আসছে—যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তিনি বলেন, “গত ১৫ বছরে এমন পরিবেশ ছিল না। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি, তখন ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে—এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।”

এই অগ্রহণযোগ্যতার কারণ ব্যাখ্যা করে তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল এবং যার সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সময়ের নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল, সে বিষয়ে তারা একটি শব্দও বলেনি।”

তিনি আরও বলেন, “এখন সামনে একটি ভালো নির্বাচন। এই মুহূর্তে আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করব, যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে।”

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দুপুরে ব্রিফ করবেন ডা. জাহিদ

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

নির্বাচন ইস্যুতে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বা নসিহতের প্রয়োজন নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের পরামর্শে নয়, নিজস্ব সিদ্ধান্ত ও সক্ষমতার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেবে না।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের নির্বাচনী পরিবেশ তৈরির অঙ্গীকার করে আসছে—যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তিনি বলেন, “গত ১৫ বছরে এমন পরিবেশ ছিল না। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি, তখন ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে—এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।”

এই অগ্রহণযোগ্যতার কারণ ব্যাখ্যা করে তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল এবং যার সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সময়ের নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল, সে বিষয়ে তারা একটি শব্দও বলেনি।”

তিনি আরও বলেন, “এখন সামনে একটি ভালো নির্বাচন। এই মুহূর্তে আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করব, যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে।”