ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ আত্মহত্যাকারী সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই তথ্যে দেখা যায়, প্রতি সাতজন আত্মহত্যার চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

তথ্যসূত্র: আনাদোলু

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ আত্মহত্যাকারী সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই তথ্যে দেখা যায়, প্রতি সাতজন আত্মহত্যার চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

তথ্যসূত্র: আনাদোলু