চলতি বছরের মে মাসে পাকিস্তান–ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম–২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, জাতির দোয়া ও সমর্থনে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যুদ্ধে বিজয় অর্জন করেছে। তাঁর দাবি, এই পরাজয়ের স্মৃতি ভারত কখনো ভুলতে পারবে না।
তিনি বলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভারত অভিযোগ তোলে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী ওই সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ও বহু ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেন শাহবাজ শরিফ। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।
প্রধানমন্ত্রী খাইবার পাখতুনখোয়ার জনগণকে সাহসী ও আত্মত্যাগী হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তারা দেশে শান্তি ফিরিয়ে এনেছে।
তিনি জানান, ল্যাপটপ স্কিমটি পুরো প্রদেশে সম্প্রসারণ করা হবে এবং দেশের উন্নয়নে যুবসমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি।
শাহবাজ শরিফ আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে পাকিস্তান দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এবং অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে এগোচ্ছে। তাঁর মতে, চারটি প্রদেশ একসঙ্গে উন্নত হলেই পাকিস্তান সত্যিকার অর্থে এগিয়ে যাবে।
সূত্র: জিও নিউজ

























