চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরম সংগ্রহের পর হারুনুর রশীদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, আসন্ন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুনুর রশীদ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকা-৮ আসনে একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। যারা এমন হামলা করেছে, এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’
নির্বাচন ঘিরে সহিংসতার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো সহিংসতা করা হয়, বিএনপির পক্ষ থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ থাকবে। সরকারের কাছেও আমাদের আহ্বান, সরকার যেন এতে শক্ত নজরদারি রাখে।’
গত ১৫ বছরের নির্বাচনী পরিস্থিতির সমালোচনা করে সাবেক এই এমপি বলেন, ‘গত ১৫ বছরে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নিতে পারেননি। প্রার্থীরাও স্বাচ্ছন্দ্যে তাদের প্রচার-প্রচারণা চালাতে পারেননি। আশা করি, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তারা কোথায় কী পরিকল্পনা করছে তা বলা সম্ভব নয়। তাই প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে, আশা করি তা অব্যাহত থাকবে।’
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















