ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির গুরুত্বপূর্ণ অঙ্গ আগের মতোই কাজ করছে, জানালেন ডা. আহাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল (স্ট্যাটিক) রয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, উন্নত চিকিৎসার অংশ হিসেবে তার পরিবারের সম্মতিতে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডা. আব্দুল আহাদ বলেন, সিঙ্গাপুরের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নিউরোসার্জনদের নিয়ে গঠিত একটি সমন্বিত মেডিকেল বোর্ড শরিফ উসমান হাদির চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেছে। ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশনের প্রক্রিয়ায় এগোনোর জন্য পরিবার সম্মতি দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, মস্তিষ্কের ভেতরের চাপ (ব্রেইন প্রেসার) সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার (আইসিপি) মনিটরিং ডিভাইস স্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে রিয়েল টাইমে চাপের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

বর্তমানে তার হার্ট, ফুসফুস ও কিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ আগের মতোই কার্যকর রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আর্টিফিশিয়াল সাপোর্টে সেগুলো সচল রাখা হয়েছে।

ডা. আব্দুল আহাদ আরও জানান, আজ শরিফ উসমান হাদির বড় ভাই চিকিৎসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের হাই কমিশন সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ভারত সরকারও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শরিফ উসমান হাদির চিকিৎসা ও সম্ভাব্য অপারেশন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সম্পন্ন হবে। অপারেশনের পর তার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান ডা. আব্দুল আহাদ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জনপ্রিয় সংবাদ

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’: সারজিস

হাদির গুরুত্বপূর্ণ অঙ্গ আগের মতোই কাজ করছে, জানালেন ডা. আহাদ

আপডেট সময় ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল (স্ট্যাটিক) রয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, উন্নত চিকিৎসার অংশ হিসেবে তার পরিবারের সম্মতিতে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডা. আব্দুল আহাদ বলেন, সিঙ্গাপুরের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নিউরোসার্জনদের নিয়ে গঠিত একটি সমন্বিত মেডিকেল বোর্ড শরিফ উসমান হাদির চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেছে। ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশনের প্রক্রিয়ায় এগোনোর জন্য পরিবার সম্মতি দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, মস্তিষ্কের ভেতরের চাপ (ব্রেইন প্রেসার) সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার (আইসিপি) মনিটরিং ডিভাইস স্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে রিয়েল টাইমে চাপের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

বর্তমানে তার হার্ট, ফুসফুস ও কিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ আগের মতোই কার্যকর রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আর্টিফিশিয়াল সাপোর্টে সেগুলো সচল রাখা হয়েছে।

ডা. আব্দুল আহাদ আরও জানান, আজ শরিফ উসমান হাদির বড় ভাই চিকিৎসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের হাই কমিশন সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ভারত সরকারও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শরিফ উসমান হাদির চিকিৎসা ও সম্ভাব্য অপারেশন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সম্পন্ন হবে। অপারেশনের পর তার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান ডা. আব্দুল আহাদ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।