ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে জবি শিবিরের বিক্ষোভের ডাক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। রাত ১০টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে রায় সাহেব বাজারে গিয়ে শেষ হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা যান।

ওসমান হাদির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

এরআগে, শরিফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাদি হত্যার বিচারের দাবিতে জবি শিবিরের বিক্ষোভের ডাক

আপডেট সময় ১২:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। রাত ১০টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে রায় সাহেব বাজারে গিয়ে শেষ হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা যান।

ওসমান হাদির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

এরআগে, শরিফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।