বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী পেট্রাপোল-বেনাপোল সীমান্তের এ পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বাংলাদেশিরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সীমান্তের পাশে জড়ো হন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ওপাড়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন বাংলাদেশিরা। এরপর বিজিবি ও পুলিশ তাদের সরিয়ে দেয়।
ভারতের আধিপত্যবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওই হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে এমন তথ্য শোনার পর সাধারণ মানুষ ভারতের ওপর ক্ষুব্ধ হন।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।
ছাত্রলীগের সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।
ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















