ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ‘নাগরিক সমাজ’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

 

দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্ল্যাটফর্ম ‘নাগরিক সমাজ’।

 

শুক্রবার ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় এবং ছায়ানট ভবনের সামনে গিয়ে তারা এসব হামলার নিন্দা জানান।

এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ আওতায় ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা।

একইসঙ্গে সংবাদমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারেনি এই উপদেষ্টা। আর এর দায় নিয়ে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা।

 

একইসঙ্গে রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকে এসব অনাচারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, গত ১৫ বছর যে অন্যায় হয়েছে আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। কেন এই জায়গাগুলোতে হামলা এসেছে? এই জায়গাগুলো বুদ্ধিচর্চার জায়গা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচন আর কয়েকদিনের মধ্যে। সুতরাং এই সময়ে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা বজায় রাখা- এই সমস্ত সব দায়িত্ব সরকারের এবং এ দায়িত্ব তারা পালন করবেন। এ জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের ওপর এ হামলা-আক্রমণ বরদাস্ত করা হবে না।

নাগরিক সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মানজুর আল মতিন, লেখক ও সরকারের সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ‘নাগরিক সমাজ’

আপডেট সময় ১০:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

 

দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্ল্যাটফর্ম ‘নাগরিক সমাজ’।

 

শুক্রবার ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় এবং ছায়ানট ভবনের সামনে গিয়ে তারা এসব হামলার নিন্দা জানান।

এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলায় জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ আওতায় ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা।

একইসঙ্গে সংবাদমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারেনি এই উপদেষ্টা। আর এর দায় নিয়ে তাকে পদত্যাগ করার আহ্বান জানান তারা।

 

একইসঙ্গে রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকে এসব অনাচারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।

এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, গত ১৫ বছর যে অন্যায় হয়েছে আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। কেন এই জায়গাগুলোতে হামলা এসেছে? এই জায়গাগুলো বুদ্ধিচর্চার জায়গা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচন আর কয়েকদিনের মধ্যে। সুতরাং এই সময়ে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা বজায় রাখা- এই সমস্ত সব দায়িত্ব সরকারের এবং এ দায়িত্ব তারা পালন করবেন। এ জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের ওপর এ হামলা-আক্রমণ বরদাস্ত করা হবে না।

নাগরিক সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মানজুর আল মতিন, লেখক ও সরকারের সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন প্রমুখ।