ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সামনে কঠিন সময় আসছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

 

সামনে কঠিন সময় আসছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও বিএনপি দেশকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে, আগামীতেও সেই দায়িত্ব পালনে দলটি প্রস্তুত। তবে সামনে চ্যালেঞ্জিং সময় আসছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তিনি ভোট ও নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।

এই ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। আয়োজকদের জানান, পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, দেশ এখন স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়েছে। এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় জনসমুদ্রে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরাও অংশ নেন।

অনুষ্ঠান শেষে জেলা বিএনপির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। উন্মুক্ত ইন্টারনেট সংযোগের মাধ্যমে মানুষ শহীদদের ইতিহাস জানতে পারবে এবং ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যেতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে

সামনে কঠিন সময় আসছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

আপডেট সময় ০৯:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

 

সামনে কঠিন সময় আসছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও বিএনপি দেশকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে, আগামীতেও সেই দায়িত্ব পালনে দলটি প্রস্তুত। তবে সামনে চ্যালেঞ্জিং সময় আসছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তিনি ভোট ও নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।

এই ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। আয়োজকদের জানান, পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, দেশ এখন স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়েছে। এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় জনসমুদ্রে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরাও অংশ নেন।

অনুষ্ঠান শেষে জেলা বিএনপির নেতারা জানান, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। উন্মুক্ত ইন্টারনেট সংযোগের মাধ্যমে মানুষ শহীদদের ইতিহাস জানতে পারবে এবং ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যেতে সহায়ক হবে।