ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে একসময় ব্যাপক আলোচিত ‘মাসুদ ভালো হয়ে যাও’ মন্তব্যের সেই মাসুদেরই দেখা মিলেছে পর্যটন নগরী কক্সবাজারে। পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী সাবেক মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওই মন্তব্য তখন নেটদুনিয়ায় ঝড় তুলেছিল। আজও সেই উক্তি ভাইরাল হয়ে ঘুরে বেড়ায়, আর ‘মাসুদ’ নামধারীদের অনেকেই তাতে বিড়ম্বনায় পড়েন।

আলোচিত সেই মাসুদ হলেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মাসুদ আলম। তিনি আগে সংস্থাটির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগে পরিচালক (প্রকৌশল) হিসেবে কর্মরত।

শনিবার কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ আলম। সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হয়তো তাকে চিনতে পেরেছেন, আবার অনেকের কাছে তিনি একজন সাধারণ সরকারি কর্মকর্তাই ছিলেন।

তবে অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের রসিকতা নতুন করে শুরু হয়। কেউ কেউ মজা করে মন্তব্য করেন—‘তিনি কি ভালো হয়ে গেছেন?’ যদিও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মাসুদ আলম।

জনপ্রিয় সংবাদ

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি আদায়

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে

আপডেট সময় ১০:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে একসময় ব্যাপক আলোচিত ‘মাসুদ ভালো হয়ে যাও’ মন্তব্যের সেই মাসুদেরই দেখা মিলেছে পর্যটন নগরী কক্সবাজারে। পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী সাবেক মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওই মন্তব্য তখন নেটদুনিয়ায় ঝড় তুলেছিল। আজও সেই উক্তি ভাইরাল হয়ে ঘুরে বেড়ায়, আর ‘মাসুদ’ নামধারীদের অনেকেই তাতে বিড়ম্বনায় পড়েন।

আলোচিত সেই মাসুদ হলেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মাসুদ আলম। তিনি আগে সংস্থাটির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগে পরিচালক (প্রকৌশল) হিসেবে কর্মরত।

শনিবার কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ আলম। সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হয়তো তাকে চিনতে পেরেছেন, আবার অনেকের কাছে তিনি একজন সাধারণ সরকারি কর্মকর্তাই ছিলেন।

তবে অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের রসিকতা নতুন করে শুরু হয়। কেউ কেউ মজা করে মন্তব্য করেন—‘তিনি কি ভালো হয়ে গেছেন?’ যদিও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মাসুদ আলম।