বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির আবেদনমতে ১০টি রুটে স্পেশাল ট্রেন চালানো হবে এবং কিছু নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা এক দিনের জন্য স্থগিত থাকবে।
বিশেষ ট্রেন চলাচলের রুটগুলো হলো:
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর
টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল
ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার
জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর)
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়
খুলনা-ঢাকা-খুলনা
চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর
রাজশাহী-ঢাকা-রাজশাহী
যশোর-ঢাকা-যশোর
রেলওয়ে এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব লাভ করবে। বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।


















