ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর ও সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তবে তালিকায় নাম থাকলেও সরকারের দেওয়া গানম্যান গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

একই ধরনের অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও। সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সারাদেশে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্রনেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার তাকে গানম্যান দেওয়ার বিষয়েও অবহিত করে। তবে তিনি এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে নিরাপত্তা নিয়ে এ ধরনের উদ্বেগ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নুরুল হক নুরও সরকারের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান। নুর বলেন, যে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী নিজ কার্যালয়ের সামনে পোশাক পরিহিত অবস্থায় হামলার শিকার হয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তিনি সরকারের দেওয়া গানম্যান গ্রহণ করবেন না।

তিনি আরও বলেন, একক ব্যক্তিকে গানম্যান দিয়ে পুরো দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না।

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর ও সাদিক কায়েম

আপডেট সময় ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তবে তালিকায় নাম থাকলেও সরকারের দেওয়া গানম্যান গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

একই ধরনের অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও। সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সারাদেশে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্রনেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার তাকে গানম্যান দেওয়ার বিষয়েও অবহিত করে। তবে তিনি এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে নিরাপত্তা নিয়ে এ ধরনের উদ্বেগ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নুরুল হক নুরও সরকারের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা জানান। নুর বলেন, যে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী নিজ কার্যালয়ের সামনে পোশাক পরিহিত অবস্থায় হামলার শিকার হয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তিনি সরকারের দেওয়া গানম্যান গ্রহণ করবেন না।

তিনি আরও বলেন, একক ব্যক্তিকে গানম্যান দিয়ে পুরো দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না।