রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে মাত্র ৩০ মিনিটের মধ্যে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। তার এই বক্তব্য ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন শাকিলুর রহমান।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিসে তালা দেওয়া হয়েছে। এমনকি উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অফিসেও তালা দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশ চায়। এ কারণেই আমরা এর প্রতিবাদ জানিয়েছি, যা সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে।’
রাকসু নেতৃত্বের একাংশের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘রাকসুর কিছু ফুটেজখোর নেতা আমাদের প্রতিবাদলিপির বিরুদ্ধে কথা বলেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই—ছাত্রদলের সঙ্গে লাগতে আসবেন না। পুরো রাজশাহীর দরকার নেই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই যথেষ্ট। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে আমরা সক্ষম।’
এই বক্তব্যের প্রতিবাদে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। সেখানে তিনি লেখেন, ‘আল্টিমেটাম দিয়েছি—আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখবো। এতে ছাত্রদল ও বিএনপি ক্ষুব্ধ হয়ে পড়েছে। বিএনপিপন্থী শিক্ষকরা নাকি ভিসির কাছে অভিযোগ করেছেন, তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন।’
শাকিলুর রহমানের বক্তব্যের জবাবে আরও কঠোর ভাষায় আম্মার লেখেন, ‘ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিয়েছে ৩০ মিনিটে তালা মেরে দিবে। চাচা মন দিয়ে শুনেন—২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর-বিড়ালের মতো পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হবো না। একদিন থাকলেও থাকার মতো করেই থাকবো। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো।’
উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে স্বাগত মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর গণমানুষের শক্তির ওপর ভর করে জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের নিরাপত্তা ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন।’
তিনি আরও বলেন, ‘২৫ ডিসেম্বরের পর যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি ও ছাত্রদল তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’
রাকসু জিএস আম্মারকে ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ৫৫১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























