ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদী থেকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত কয়েকদিন ধরে নিজের ফেসবুক পেজে বিক্রমপুরী গণমাধ্যমে হামলার পক্ষে নানা বক্তব্য ও যুক্তি তুলে ধরছিলেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে একাধিক পোস্ট দেন তিনি।

এর আগে এক পোস্টে বিক্রমপুরী লেখেন, ‘বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।’ তার এসব মন্তব্য ও পোস্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বোমা মেরে ৩ লক্ষ টাকা ডাকাতি,ফোন লুট

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার

আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদী থেকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত কয়েকদিন ধরে নিজের ফেসবুক পেজে বিক্রমপুরী গণমাধ্যমে হামলার পক্ষে নানা বক্তব্য ও যুক্তি তুলে ধরছিলেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে একাধিক পোস্ট দেন তিনি।

এর আগে এক পোস্টে বিক্রমপুরী লেখেন, ‘বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।’ তার এসব মন্তব্য ও পোস্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।