অবশেষে জামায়াতে ইসলামীর সঙ্গেই জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ ডিসেম্বর) নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।
এর আগে জামায়াতের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা দেখা গেলেও মাঝপথে তৈরি হয় দূরত্ব। আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল। কিন্তু এরপরই এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্বও লক্ষ্য করা যায়।
বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াত-এনসিপি-খেলাফত-ইসলামী আন্দোলনসহ আটটি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল।
গত সেপ্টেম্বরে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ চারটি দলের সাথে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে ছিল না এনসিপি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছিল, নির্বাচন সংস্কারসহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে।



















