ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কারাকাসে একাধিক বিস্ফোরণ, যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা নতুন মাত্রায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোরের দিকে এসব বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, কারাকাসজুড়ে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, শহরটিতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও দেখা গেছে, যদিও সেগুলো সামরিক বিমান ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পর কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সরকারি ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের ওপর ‘কথিত’ সিআইএ-নেতৃত্বাধীন হামলার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে সুর কিছুটা নরম হলেও মাদুরো আবারও অভিযোগ করেন, ভেনেজুয়েলার সরকার উৎখাত ও দেশটির বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে।

মাদুরো বলেন, “তারা যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত।”
ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি নিয়ে হয়তো আমরা কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।”

এদিকে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এখন পর্যন্ত ৩৫টি হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ১১৫ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে কারাকাসের বিস্ফোরণ নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভকারীদের উদ্বেগ বৈধ, তবে অস্থিরতার পেছনে শত্রুদের হাত রয়েছে: খামেনি

কারাকাসে একাধিক বিস্ফোরণ, যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা নতুন মাত্রায়

আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোরের দিকে এসব বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, কারাকাসজুড়ে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, শহরটিতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও দেখা গেছে, যদিও সেগুলো সামরিক বিমান ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের পর কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সরকারি ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের ওপর ‘কথিত’ সিআইএ-নেতৃত্বাধীন হামলার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে সুর কিছুটা নরম হলেও মাদুরো আবারও অভিযোগ করেন, ভেনেজুয়েলার সরকার উৎখাত ও দেশটির বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটন নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে।

মাদুরো বলেন, “তারা যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত।”
ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি নিয়ে হয়তো আমরা কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।”

এদিকে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এখন পর্যন্ত ৩৫টি হামলা চালানো হয়েছে, যাতে অন্তত ১১৫ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে কারাকাসের বিস্ফোরণ নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।