ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য কোনো ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে কি না— এমন প্রশ্ন তুললে জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, সেটি ভারতের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি— সেটিও বিবেচনায় রাখতে হবে। একইসঙ্গে এখনই ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন আছে কি না, সেটিও মূল্যায়নের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী— তিন বাহিনীই বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগের চ্যানেল সক্রিয় রেখেছে। তিনি নিজে নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান। পাশাপাশি অন্যান্য সামরিক চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, সম্প্রতি ভারতীয় সামরিক প্রতিনিধিদল বাংলাদেশে গিয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

ভারতীয় সেনাপ্রধান বলেন, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো— কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে তিন বাহিনীর পক্ষ থেকে নেওয়া কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা ভারতসহ অন্যান্য দেশও করে থাকে।

জনপ্রিয় সংবাদ

ভোটের মাধ্যমেই বাংলাদেশপন্থী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে: ইশরাক হোসেন

বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আপডেট সময় ০৭:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য কোনো ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে কি না— এমন প্রশ্ন তুললে জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, সেটি ভারতের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি— সেটিও বিবেচনায় রাখতে হবে। একইসঙ্গে এখনই ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন আছে কি না, সেটিও মূল্যায়নের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী— তিন বাহিনীই বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগের চ্যানেল সক্রিয় রেখেছে। তিনি নিজে নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান। পাশাপাশি অন্যান্য সামরিক চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, সম্প্রতি ভারতীয় সামরিক প্রতিনিধিদল বাংলাদেশে গিয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

ভারতীয় সেনাপ্রধান বলেন, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো— কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে তিন বাহিনীর পক্ষ থেকে নেওয়া কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা ভারতসহ অন্যান্য দেশও করে থাকে।