এবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সতর্কতার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ’র।
সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের জবাবে পদক্ষেপ নিতে পারে–এমন সতর্কতা দেয়ার পরই এই বার্তা ইরানকে পৌঁছে দেয়া হয়। এদিকে তেহরান বলেছে, নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর আঘাত হানবে।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেন, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেয়া কোনো সামরিক অভিযানের অংশ তারা হবে না এবং সে উদ্দেশে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না।’
এদিকে বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র। প্রসঙ্গত, সৌদিসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের। সূত্র: ডেইলি সাবাহ























