ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এই সরকার পালানো দরকার: বাংলাতেই বললেন মোদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির উন্নয়নমূলক রাজনীতির প্রতি দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ ও রেকর্ড বিজয়ই তার প্রমাণ।

তার দাবি অনুযায়ী, প্রথমবারের মতো বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এ অভিজ্ঞতার আলোকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পশ্চিমবঙ্গের ভোটাররাও এবার বিজেপিকেই ক্ষমতায় আনবে। উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জনসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বাংলায় বলেন, ‘এই সরকার পালানো দরকার’—অর্থাৎ তৃণমূল সরকারকে পরিবর্তন করা জরুরি। ভারতের প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার ‘নির্দয় ও নিষ্ঠুরভাবে’ জনগণের অর্থ লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি বলেন, তৃণমূলকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এলে তবেই পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে অভিযুক্ত করে মোদি বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আগত নির্যাতিত শরণার্থী—বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা নিশ্চিত করে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

নিজেকে বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

এই সরকার পালানো দরকার: বাংলাতেই বললেন মোদি

আপডেট সময় ০৯:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এবার ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির উন্নয়নমূলক রাজনীতির প্রতি দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ ও রেকর্ড বিজয়ই তার প্রমাণ।

তার দাবি অনুযায়ী, প্রথমবারের মতো বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এ অভিজ্ঞতার আলোকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পশ্চিমবঙ্গের ভোটাররাও এবার বিজেপিকেই ক্ষমতায় আনবে। উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জনসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বাংলায় বলেন, ‘এই সরকার পালানো দরকার’—অর্থাৎ তৃণমূল সরকারকে পরিবর্তন করা জরুরি। ভারতের প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার ‘নির্দয় ও নিষ্ঠুরভাবে’ জনগণের অর্থ লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি বলেন, তৃণমূলকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এলে তবেই পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে অভিযুক্ত করে মোদি বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আগত নির্যাতিত শরণার্থী—বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা নিশ্চিত করে বলেও তিনি উল্লেখ করেন।