ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

এবার নাগরিকদের বিয়ে করতে উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সহায়তা শুধুমাত্র বিয়ের সময়ই নয়, সন্তান জন্মের পরও দেওয়া হবে বলে জানা গেছে। ঘোষণা অনুযায়ী বিয়ে করলেই মিলবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা এবং বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দিগুণ করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাতিরা বিয়ে করলেই ৫০ হাজার দিরহাম যা বাংলাদেশী টাকায় ১৬ লাখ টাকা অনুদান হিসেবে পাবে। এ ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ধনকুবের ও প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা। পোস্টে খালাফ আল হাবতুর বলেন, ‘বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। কারণ এর মাধ্যমে জাতি গড়ে ওঠে এবং কমিউনিটি টিকিয়ে থাকে। আমাদের সরকার যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের বিবাহ এবং পরিবার গড়ে তোলার জন্য সবার পক্ষ থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই পরিপ্রক্ষেতি আমি ঘোষণা করছি চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করার সিদ্ধান্ত নেবে, তাদের আমি ৫০ হাজার দিরহাম অনুদান দেব। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ করা হবে।’

এদিকে দেশটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল এবং স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং সরকারি ও বেসরকারি খাতের অর্থনৈতিক বিষয়ে তাদের ভূমিকা বাড়াতে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ!

আপডেট সময় ০৩:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এবার নাগরিকদের বিয়ে করতে উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সহায়তা শুধুমাত্র বিয়ের সময়ই নয়, সন্তান জন্মের পরও দেওয়া হবে বলে জানা গেছে। ঘোষণা অনুযায়ী বিয়ে করলেই মিলবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা এবং বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দিগুণ করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাতিরা বিয়ে করলেই ৫০ হাজার দিরহাম যা বাংলাদেশী টাকায় ১৬ লাখ টাকা অনুদান হিসেবে পাবে। এ ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ধনকুবের ও প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা। পোস্টে খালাফ আল হাবতুর বলেন, ‘বিবাহ ও পরিবার গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। কারণ এর মাধ্যমে জাতি গড়ে ওঠে এবং কমিউনিটি টিকিয়ে থাকে। আমাদের সরকার যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করার জন্য সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের বিবাহ এবং পরিবার গড়ে তোলার জন্য সবার পক্ষ থেকে বাস্তব উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই পরিপ্রক্ষেতি আমি ঘোষণা করছি চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত যেকোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহ করার সিদ্ধান্ত নেবে, তাদের আমি ৫০ হাজার দিরহাম অনুদান দেব। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ করা হবে।’

এদিকে দেশটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল এবং স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং সরকারি ও বেসরকারি খাতের অর্থনৈতিক বিষয়ে তাদের ভূমিকা বাড়াতে কাজ করছে।