ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের রাফায়েল কোম্পানির সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের মিসাইল চুক্তি বাতিল করলো স্পেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর কাছ থেকে ৩২৫ মিলিয়ন ডলারের ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি বাতিল করেছে স্পেন। ইসরায়েলের ওপর চলমান সামরিক নিষেধাজ্ঞার আহ্বান এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় দেশটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম আরা ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের তৈরি এসব মিসাইল না কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। চুক্তিটি হয়েছিল ২০২৩ সালের ৩ অক্টোবর, যার চারদিন পর হামাস দখলদারদের বিভিন্ন অবৈধ স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

ইসরায়েলের রাফায়েল কোম্পানি জানিয়েছে, স্পেনের এমন সিদ্ধান্ত সম্পর্কে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি। তবে এটি স্পেনের দ্বিতীয় বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি বাতিল, কারণ গত এপ্রিলেও ইসরায়েলের কাছ থেকে ১৫ মিলিয়ন ডলারের গুলি কেনার একটি চুক্তি বাতিল করে মাদ্রিদ।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সম্প্রতি এক বক্তব্যে বলেন, তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি বাতিল করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। সেইসঙ্গে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন, যাতে তারা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে।

২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। একইসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। ফলে দখলদার ইসরায়েলের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

ইসরায়েলের রাফায়েল কোম্পানির সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের মিসাইল চুক্তি বাতিল করলো স্পেন

আপডেট সময় ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

দখলদার ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর কাছ থেকে ৩২৫ মিলিয়ন ডলারের ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি বাতিল করেছে স্পেন। ইসরায়েলের ওপর চলমান সামরিক নিষেধাজ্ঞার আহ্বান এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় দেশটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম আরা ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের তৈরি এসব মিসাইল না কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। চুক্তিটি হয়েছিল ২০২৩ সালের ৩ অক্টোবর, যার চারদিন পর হামাস দখলদারদের বিভিন্ন অবৈধ স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

ইসরায়েলের রাফায়েল কোম্পানি জানিয়েছে, স্পেনের এমন সিদ্ধান্ত সম্পর্কে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি। তবে এটি স্পেনের দ্বিতীয় বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি বাতিল, কারণ গত এপ্রিলেও ইসরায়েলের কাছ থেকে ১৫ মিলিয়ন ডলারের গুলি কেনার একটি চুক্তি বাতিল করে মাদ্রিদ।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সম্প্রতি এক বক্তব্যে বলেন, তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি বাতিল করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। সেইসঙ্গে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন, যাতে তারা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে।

২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। একইসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। ফলে দখলদার ইসরায়েলের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।