ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—প্রশ্নে ওবায়দুল কাদের বললেন, ‘সব কিছুরই সূত্র দেশ’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সেনা অভ্যুত্থানে কমপক্ষে ১,৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো দায় আছে কি না, এবং তারা কি ক্ষমা চাইবে—এই প্রশ্নে মুখ খুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি কলকাতা থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?’

তিনি আরও বলেন, “সব কিছুরই মূল সূত্র হচ্ছে দেশ। দেশের ভেতরে বসেই যদি কোনো কিছু নিয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তবে সেটা অবশ্যই আমরা দেশের মাটিতেই করবো। রাজনৈতিক চিন্তা-ভাবনার প্রতিফলন দেশের ভেতরেই হওয়া উচিত।”

বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদেরের মতে, রাজনীতি ও রাজনৈতিক দায়বদ্ধতা কেবল দেশের অভ্যন্তরেই প্রকাশ পেতে পারে। তিনি বলেন, “যখন দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে, এবং আমরা রাজনীতি করতে পারবো, তখন যদি কোনো ভুল হয়ে থাকে, এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমরা কখনো পিছিয়ে থাকবো না।”

উল্লেখ্য, সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছেন বা দেশ ত্যাগ করেছেন। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—প্রশ্নে ওবায়দুল কাদের বললেন, ‘সব কিছুরই সূত্র দেশ’

আপডেট সময় ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সেনা অভ্যুত্থানে কমপক্ষে ১,৪০০ জন মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো দায় আছে কি না, এবং তারা কি ক্ষমা চাইবে—এই প্রশ্নে মুখ খুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি কলকাতা থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?’

তিনি আরও বলেন, “সব কিছুরই মূল সূত্র হচ্ছে দেশ। দেশের ভেতরে বসেই যদি কোনো কিছু নিয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তবে সেটা অবশ্যই আমরা দেশের মাটিতেই করবো। রাজনৈতিক চিন্তা-ভাবনার প্রতিফলন দেশের ভেতরেই হওয়া উচিত।”

বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদেরের মতে, রাজনীতি ও রাজনৈতিক দায়বদ্ধতা কেবল দেশের অভ্যন্তরেই প্রকাশ পেতে পারে। তিনি বলেন, “যখন দেশে শান্তি ও স্থিতি ফিরে আসবে, এবং আমরা রাজনীতি করতে পারবো, তখন যদি কোনো ভুল হয়ে থাকে, এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমরা কখনো পিছিয়ে থাকবো না।”

উল্লেখ্য, সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছেন বা দেশ ত্যাগ করেছেন। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।