ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, মুখ্যমন্ত্রীর জরুরি পদক্ষেপ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দুঃখিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।” আজ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, “যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত, তাদের প্রত্যেকের কথাই আমার ভাবনায় রয়েছে। বিপদে পড়া মানুষদের সহায়তায় নিযুক্ত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।”

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোক জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার এবং সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, মুখ্যমন্ত্রীর জরুরি পদক্ষেপ

আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দুঃখিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।” আজ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, “যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত, তাদের প্রত্যেকের কথাই আমার ভাবনায় রয়েছে। বিপদে পড়া মানুষদের সহায়তায় নিযুক্ত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।”

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোক জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার এবং সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন।