ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: আহতদের একজন পুনম প্যাটেল, ছাদ থেকে লাফিয়ে বাঁচলেন মৃত্যুর হাত থেকে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

BBC

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের একজন পুনম প্যাটেল, যিনি দুর্ঘটনার সময় ডাক্তারদের হোস্টেলের ছাদে ছিলেন। উড়োজাহাজটি ছাদের ওপর ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি দোতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন।

পুনমের মা রামিলা প্যাটেল বিবিসি বাংলাকে বলেন,

“বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে, যেখানে আমার ছেলে দুপুরের খাবার খাচ্ছিল। ও দোতলা থেকে লাফিয়ে পড়ে চোট পেয়েছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।”

দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টা ১৭ মিনিটে, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই। বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ, যার গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।

রামিলা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে এক ঘণ্টার মধ্যেই তিনি হাসপাতালে ছুটে যান। তার পরিবারের অন্য সদস্যরাও এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: আহতদের একজন পুনম প্যাটেল, ছাদ থেকে লাফিয়ে বাঁচলেন মৃত্যুর হাত থেকে

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের একজন পুনম প্যাটেল, যিনি দুর্ঘটনার সময় ডাক্তারদের হোস্টেলের ছাদে ছিলেন। উড়োজাহাজটি ছাদের ওপর ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি দোতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন।

পুনমের মা রামিলা প্যাটেল বিবিসি বাংলাকে বলেন,

“বিমানটি ডাক্তারদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে, যেখানে আমার ছেলে দুপুরের খাবার খাচ্ছিল। ও দোতলা থেকে লাফিয়ে পড়ে চোট পেয়েছে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল।”

দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টা ১৭ মিনিটে, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই। বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ, যার গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।

রামিলা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে এক ঘণ্টার মধ্যেই তিনি হাসপাতালে ছুটে যান। তার পরিবারের অন্য সদস্যরাও এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।