ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

মাত্র পাঁচ মিনিটের দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন ভূমি চৌহান। তাতেই মিস হয়ে যায় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। হতাশায় ডুবে গিয়েছিলেন বছর তিরিশের এই নারী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই হতাশা কৃতজ্ঞতায় রূপ নেয়—কারণ, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় তার মিস করা সেই বিমানটি।

শুক্রবার (১৩ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। ভূমি চৌহানের বাসস্থান গুজরাটের অঙ্কলেশ্বরে। সড়কপথে আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার সময় শহরের তীব্র যানজটে আটকে পড়েন তিনি।

ভূমি বলেন, “সময়মতো পৌঁছেও শেষ মুহূর্তে ট্রাফিক জ্যামে পড়ি। মাত্র পাঁচ মিনিটের দেরিতে পৌঁছাই, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তখন খুব খারাপ লেগেছিল, টিকিটের টাকা নষ্ট হলো, চাকরিটাও হয়ত চলে যাবে ভেবে কষ্ট পেয়েছিলাম।”

কিন্তু ভাগ্য তখন তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। তিনি আরও জানান, “আমি যখন চায়ের দোকানে বসে ট্রাভেল এজেন্টের সঙ্গে টিকিট ফেরতের বিষয়ে কথা বলছিলাম, তখনই ফোন আসে—বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”

ভূমি চৌহান দুই বছর আগে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে বসবাসকারী কেওয়াল চৌহানকে বিয়ে করেন।

এ ঘটনা থেকে তার উপলব্ধি: “টাকা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু জীবন বেঁচে গেছে—এই জন্য আমি কৃতজ্ঞ। আহমেদাবাদের যানজটই আজ আমার জীবন বাঁচিয়েছে।”

সূত্র: বিবিসি

জনপ্রিয় সংবাদ

তিতাসে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

আপডেট সময় ০৭:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

মাত্র পাঁচ মিনিটের দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন ভূমি চৌহান। তাতেই মিস হয়ে যায় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। হতাশায় ডুবে গিয়েছিলেন বছর তিরিশের এই নারী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই হতাশা কৃতজ্ঞতায় রূপ নেয়—কারণ, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় তার মিস করা সেই বিমানটি।

শুক্রবার (১৩ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। ভূমি চৌহানের বাসস্থান গুজরাটের অঙ্কলেশ্বরে। সড়কপথে আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার সময় শহরের তীব্র যানজটে আটকে পড়েন তিনি।

ভূমি বলেন, “সময়মতো পৌঁছেও শেষ মুহূর্তে ট্রাফিক জ্যামে পড়ি। মাত্র পাঁচ মিনিটের দেরিতে পৌঁছাই, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তখন খুব খারাপ লেগেছিল, টিকিটের টাকা নষ্ট হলো, চাকরিটাও হয়ত চলে যাবে ভেবে কষ্ট পেয়েছিলাম।”

কিন্তু ভাগ্য তখন তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। তিনি আরও জানান, “আমি যখন চায়ের দোকানে বসে ট্রাভেল এজেন্টের সঙ্গে টিকিট ফেরতের বিষয়ে কথা বলছিলাম, তখনই ফোন আসে—বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”

ভূমি চৌহান দুই বছর আগে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে বসবাসকারী কেওয়াল চৌহানকে বিয়ে করেন।

এ ঘটনা থেকে তার উপলব্ধি: “টাকা নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু জীবন বেঁচে গেছে—এই জন্য আমি কৃতজ্ঞ। আহমেদাবাদের যানজটই আজ আমার জীবন বাঁচিয়েছে।”

সূত্র: বিবিসি