ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ভোররাতে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানায়, ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলার পরপরই নেতানিয়াহুকে ‘জরুরি নিরাপত্তার’ আওতায় অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গ্রিসে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল (চ্যানেল ১২) নেতানিয়াহুর উড়োজাহাজের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—দুটি জঙ্গি বিমানের পাহারায় একটি উড়োজাহাজ অধিকৃত এলাকার বাইরে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। একই চ্যানেলের বরাতে বলা হয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিকভাবে সামরিক হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, এবং খাতাম আল-অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

ইরানের সামরিক বাহিনী এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, এই আগ্রাসনের “কঠোর ও সময়োপযোগী জবাব” দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ভোররাতে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানায়, ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলার পরপরই নেতানিয়াহুকে ‘জরুরি নিরাপত্তার’ আওতায় অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গ্রিসে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল (চ্যানেল ১২) নেতানিয়াহুর উড়োজাহাজের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—দুটি জঙ্গি বিমানের পাহারায় একটি উড়োজাহাজ অধিকৃত এলাকার বাইরে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। একই চ্যানেলের বরাতে বলা হয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিকভাবে সামরিক হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, এবং খাতাম আল-অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

ইরানের সামরিক বাহিনী এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, এই আগ্রাসনের “কঠোর ও সময়োপযোগী জবাব” দেওয়া হবে।