ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ!

এবার ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার গাজা থেকেও ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিট থেকে গাজার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।

সেনাবাহিনীর দাবি, এদিন ছোড়া দুটি রকেট খোলা একটি স্থানে পড়েছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই রকেট হামলা ঘটে এমন এক সময়ে, যখন পুরো অঞ্চল জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলে। ওই উত্তেজনার মধ্যেই গাজা থেকে এই হামলা হয় বলে মনে করছে তেল আবিব।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার প্রশংসা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, “ইরান প্রমাণ করেছে, কেউ যদি আগ্রাসন চালায়, তবে তা বিনা জবাবে ছাড় পায় না।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের উচ্চপ্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের ভেতরে প্রবেশ করেছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে ইরান একটি কড়া বার্তা দিয়েছে—যে হামলা করবে, তাকে এর মূল্য দিতে হবে।”

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ!

আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

এবার ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার গাজা থেকেও ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিট থেকে গাজার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।

সেনাবাহিনীর দাবি, এদিন ছোড়া দুটি রকেট খোলা একটি স্থানে পড়েছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই রকেট হামলা ঘটে এমন এক সময়ে, যখন পুরো অঞ্চল জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলে। ওই উত্তেজনার মধ্যেই গাজা থেকে এই হামলা হয় বলে মনে করছে তেল আবিব।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার প্রশংসা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, “ইরান প্রমাণ করেছে, কেউ যদি আগ্রাসন চালায়, তবে তা বিনা জবাবে ছাড় পায় না।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের উচ্চপ্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের ভেতরে প্রবেশ করেছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে ইরান একটি কড়া বার্তা দিয়েছে—যে হামলা করবে, তাকে এর মূল্য দিতে হবে।”