ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলকে সতর্ক বার্তা পাকিস্তানের: ‘তাকানোর সাহস করো না’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের পক্ষ থেকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে ইরানে পারমাণবিক হামলা হলে ইসরাইলেও পরমাণু হামলার হুমকির খবর। সোমবার (১৬ জুন) সিনেটে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানি এক জেনারেলের বরাতে প্রকাশিত কথিত হুমকির খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র দেশের আত্মরক্ষার জন্য বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইসহাক দার বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আমাদের জাতীয় গর্ব, যা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।” বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধ কোনো রসিকতা নয়। ভুয়া খবরের বিপরীতে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা ভুল তথ্য প্রচারের ভয়াবহতা তুলে ধরে।

তিনি জানান, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইসরাইলের প্রতি সরাসরি বার্তা দিয়ে বলেন, “পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না।”

ইসরাইলের সম্ভাব্য যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব দিতে পাকিস্তানের শক্তি ও সদিচ্ছা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন (পাকিস্তান)।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

ইসরাইলকে সতর্ক বার্তা পাকিস্তানের: ‘তাকানোর সাহস করো না’

আপডেট সময় ১১:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

পাকিস্তানের পক্ষ থেকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে ইরানে পারমাণবিক হামলা হলে ইসরাইলেও পরমাণু হামলার হুমকির খবর। সোমবার (১৬ জুন) সিনেটে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানি এক জেনারেলের বরাতে প্রকাশিত কথিত হুমকির খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র দেশের আত্মরক্ষার জন্য বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইসহাক দার বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আমাদের জাতীয় গর্ব, যা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।” বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধ কোনো রসিকতা নয়। ভুয়া খবরের বিপরীতে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা ভুল তথ্য প্রচারের ভয়াবহতা তুলে ধরে।

তিনি জানান, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইসরাইলের প্রতি সরাসরি বার্তা দিয়ে বলেন, “পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না।”

ইসরাইলের সম্ভাব্য যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব দিতে পাকিস্তানের শক্তি ও সদিচ্ছা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন (পাকিস্তান)।