ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, ‘আরও ভয়াবহ জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এটাই তৃতীয়বারের মতো হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান বলেন, “ইসরায়েল ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রেও হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ মানবতা ও আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল।”

বিবৃতিতে বলা হয়, গত সাত দিনে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ছয়টিরও বেশি বর্বর হামলা চালিয়েছে, যা কাপুরুষোচিত আগ্রাসনের উদাহরণ।

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘‘সংঘাত অবসানের একমাত্র পথ হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদী উসকানি থেকে বিরত থাকা।’’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা সবসময় শান্তির পক্ষপাতী, কিন্তু ইহুদিবাদী শত্রুরা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তবে ইরান আরও ভয়াবহ ও শক্ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।”

তিনি সতর্ক করে আরও বলেন, ‘‘শত্রুর নিঃশর্তভাবে আগ্রাসন বন্ধ এবং সন্ত্রাসী তৎপরতার অবসান ছাড়া এই যুদ্ধ শেষ হওয়ার কোনো পথ নেই। অন্যথায় প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি গুরুতর।’’

জনপ্রিয় সংবাদ

ওই দেশে গিয়ে হাদি হত্যার বদলা নেয়া হবে: ইশরাক

তেহরানের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, ‘আরও ভয়াবহ জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এটাই তৃতীয়বারের মতো হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান বলেন, “ইসরায়েল ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রেও হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ মানবতা ও আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল।”

বিবৃতিতে বলা হয়, গত সাত দিনে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ছয়টিরও বেশি বর্বর হামলা চালিয়েছে, যা কাপুরুষোচিত আগ্রাসনের উদাহরণ।

এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘‘সংঘাত অবসানের একমাত্র পথ হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদী উসকানি থেকে বিরত থাকা।’’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা সবসময় শান্তির পক্ষপাতী, কিন্তু ইহুদিবাদী শত্রুরা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তবে ইরান আরও ভয়াবহ ও শক্ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।”

তিনি সতর্ক করে আরও বলেন, ‘‘শত্রুর নিঃশর্তভাবে আগ্রাসন বন্ধ এবং সন্ত্রাসী তৎপরতার অবসান ছাড়া এই যুদ্ধ শেষ হওয়ার কোনো পথ নেই। অন্যথায় প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি গুরুতর।’’