ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল উত্তেজনা: খামেনির পর কে? ক্ষমতার ভবিষ্যৎ ঘিরে জল্পনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ইরান-ইসরায়েল সংঘর্ষ অষ্টম দিনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিয়েছেন, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নতুন করে ক্ষমতার উত্তরাধিকার প্রশ্ন তুলেছে।

ট্রাম্প বলেন, “আমরা জানি কোথায় লুকিয়ে আছেন তথাকথিত সুপ্রিম লিডার (খামেনি)… তবে তাঁকে সরানোর পরিকল্পনা এখনো নেই।” সেই সঙ্গে তিনি তেহরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এই সংঘর্ষ বাড়বে না, বরং শেষ হবে। আমরা ইতিমধ্যেই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি।”

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর পাল্টা জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এরই প্রেক্ষিতে আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। জায়নবাদিদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে—আয়াতুল্লাহ খামেনির পরে ইরানের নেতৃত্বে কে আসবেন? নিচে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো

মোজতাবা খামেনি
খামেনির দ্বিতীয় পুত্র। IRGC ও রক্ষণশীলদের মধ্যে প্রভাবশালী। তবে উত্তরাধিকার বিতর্ক রয়েছে।

আলিরেজা আরাফি
‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সদস্য, কোম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। গার্ডিয়ান কাউন্সিলেও আছেন। কঠোর রক্ষণশীল।

আয়াতুল্লাহ হাশেম হোসেইনি বুশেহরি
অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর উপ-সভাপতি। খামেনির ঘনিষ্ঠ, ধর্মীয় খুৎবায় সক্রিয়।

আলি আসগর হেজাজি
খামেনির দফতরের নিরাপত্তা উপদেষ্টা। গোয়েন্দা নেটওয়ার্কে অদৃশ্য প্রভাব বিস্তারকারী।

গোলাম হোসেইন মহসেনি এজেই
বর্তমান বিচারপ্রধান। কট্টরপন্থী, গোয়েন্দা অভিজ্ঞতা রয়েছে।

মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি

খামেনির স্টাফ প্রধান। প্রশাসনে দক্ষ, তবে প্রচারবিমুখ।

আলি আকবর ভেলায়েতি
সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতিতে অভিজ্ঞ ও রক্ষণশীল গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য।

কমাল খারাজি
পররাষ্ট্র পরিষদের সদস্য। বিশ্লেষণী ও কৌশলী দৃষ্টিভঙ্গিতে অভিজ্ঞ।

আলি লারিজানি
সাবেক স্পিকার ও আলোচক। বাস্তববাদী ও মধ্যমপন্থী রক্ষণশীল হিসেবে পরিচিত।

রেজা পাহলভি (শাসনব্যবস্থা পরিবর্তিত হলে)
সাবেক রাজা শাহ পাহলভীর পুত্র। প্রবাসে, ধর্মনিরপেক্ষ ইরানের পক্ষে। কেবল গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেই তার সম্ভাবনা রয়েছে।

সূত্র: NDTV

জনপ্রিয় সংবাদ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক মরিয়মের শেষ চিঠি

ইরান-ইসরায়েল উত্তেজনা: খামেনির পর কে? ক্ষমতার ভবিষ্যৎ ঘিরে জল্পনা

আপডেট সময় ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সংঘর্ষ অষ্টম দিনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিয়েছেন, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নতুন করে ক্ষমতার উত্তরাধিকার প্রশ্ন তুলেছে।

ট্রাম্প বলেন, “আমরা জানি কোথায় লুকিয়ে আছেন তথাকথিত সুপ্রিম লিডার (খামেনি)… তবে তাঁকে সরানোর পরিকল্পনা এখনো নেই।” সেই সঙ্গে তিনি তেহরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এই সংঘর্ষ বাড়বে না, বরং শেষ হবে। আমরা ইতিমধ্যেই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি।”

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর পাল্টা জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এরই প্রেক্ষিতে আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। জায়নবাদিদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে—আয়াতুল্লাহ খামেনির পরে ইরানের নেতৃত্বে কে আসবেন? নিচে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো

মোজতাবা খামেনি
খামেনির দ্বিতীয় পুত্র। IRGC ও রক্ষণশীলদের মধ্যে প্রভাবশালী। তবে উত্তরাধিকার বিতর্ক রয়েছে।

আলিরেজা আরাফি
‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সদস্য, কোম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। গার্ডিয়ান কাউন্সিলেও আছেন। কঠোর রক্ষণশীল।

আয়াতুল্লাহ হাশেম হোসেইনি বুশেহরি
অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর উপ-সভাপতি। খামেনির ঘনিষ্ঠ, ধর্মীয় খুৎবায় সক্রিয়।

আলি আসগর হেজাজি
খামেনির দফতরের নিরাপত্তা উপদেষ্টা। গোয়েন্দা নেটওয়ার্কে অদৃশ্য প্রভাব বিস্তারকারী।

গোলাম হোসেইন মহসেনি এজেই
বর্তমান বিচারপ্রধান। কট্টরপন্থী, গোয়েন্দা অভিজ্ঞতা রয়েছে।

মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি

খামেনির স্টাফ প্রধান। প্রশাসনে দক্ষ, তবে প্রচারবিমুখ।

আলি আকবর ভেলায়েতি
সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতিতে অভিজ্ঞ ও রক্ষণশীল গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য।

কমাল খারাজি
পররাষ্ট্র পরিষদের সদস্য। বিশ্লেষণী ও কৌশলী দৃষ্টিভঙ্গিতে অভিজ্ঞ।

আলি লারিজানি
সাবেক স্পিকার ও আলোচক। বাস্তববাদী ও মধ্যমপন্থী রক্ষণশীল হিসেবে পরিচিত।

রেজা পাহলভি (শাসনব্যবস্থা পরিবর্তিত হলে)
সাবেক রাজা শাহ পাহলভীর পুত্র। প্রবাসে, ধর্মনিরপেক্ষ ইরানের পক্ষে। কেবল গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেই তার সম্ভাবনা রয়েছে।

সূত্র: NDTV