ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) এই হামলার দায়িত্ব নিয়েছে এবং বলেছে—দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এই হামলা চালানো হয়েছে।

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, টার্গেট করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সহযোগী সামরিক ঘাঁটি, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র। হামলার পর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ইরানের পক্ষ থেকে এটিকে “আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া” হিসেবে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলাটি ছিল “সুনির্দিষ্ট ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ”।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করছে এবং নতুন করে উত্তেজনার আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০১:১২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) এই হামলার দায়িত্ব নিয়েছে এবং বলেছে—দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এই হামলা চালানো হয়েছে।

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, টার্গেট করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সহযোগী সামরিক ঘাঁটি, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র। হামলার পর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ইরানের পক্ষ থেকে এটিকে “আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া” হিসেবে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলাটি ছিল “সুনির্দিষ্ট ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ”।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করছে এবং নতুন করে উত্তেজনার আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।