রোববার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালায়। মার্কিন সামরিক সূত্রের দাবি, এসব কেন্দ্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এই আঘাতের পরও ইরানের পক্ষ থেকে দৃঢ় বার্তা এসেছে যে, এটি কোনোভাবেই ‘শেষ খেলা’ নয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানী বলেছেন, “পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরেও নিলেও, খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুন্ন থাকবে। চমকও অব্যাহত থাকবে।”
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই বক্তব্য প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছিলেন শামখানী। এই অবস্থানে থাকা একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিকের এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, আঘাত সহ্য করেও ইরান প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়াতে পারে। যদিও এখনো কোনো বড় পাল্টা হামলার খবর আসেনি, তবে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।
হামলার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে—বিশেষ করে পারমাণবিক ঝুঁকি এবং কূটনৈতিক সমাধানের ভবিষ্যৎ ঘিরে।