ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত লড়াই চালাবে ইরান’, ইসরায়েলকে সতর্কবার্তা উপ-পররাষ্ট্রমন্ত্রীর

ইসরায়েলের ‘উসকানিমূলক ও বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী (শিক্ষা ও গবেষণা শাখা) সাঈদ খতিবজাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর বার্তা দেন।

তিনি বলেন, “ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল ইসরায়েলের অবৈধ ও উগ্র আচরণ বন্ধের প্রয়াস। কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে তিনি বলেন, “এই হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো ধরনের উসকানি ছাড়াই পরিচালিত। আমরা এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাঈদ খতিবজাদে ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা জানি দীর্ঘ যুদ্ধ কাকে বলে। ইতিহাস প্রমাণ করে, ইরান শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম। এই যুদ্ধ থামবে না, আমরা প্রস্তুত আছি।”

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই একটি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক হস্তক্ষেপ ও উদ্যোগ কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।

সূত্র: আল জাজিরা

 

জনপ্রিয় সংবাদ

তিতাসে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

শেষ পর্যন্ত লড়াই চালাবে ইরান’, ইসরায়েলকে সতর্কবার্তা উপ-পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১০:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ইসরায়েলের ‘উসকানিমূলক ও বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী (শিক্ষা ও গবেষণা শাখা) সাঈদ খতিবজাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর বার্তা দেন।

তিনি বলেন, “ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল ইসরায়েলের অবৈধ ও উগ্র আচরণ বন্ধের প্রয়াস। কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে তিনি বলেন, “এই হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো ধরনের উসকানি ছাড়াই পরিচালিত। আমরা এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাঈদ খতিবজাদে ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা জানি দীর্ঘ যুদ্ধ কাকে বলে। ইতিহাস প্রমাণ করে, ইরান শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম। এই যুদ্ধ থামবে না, আমরা প্রস্তুত আছি।”

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই একটি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক হস্তক্ষেপ ও উদ্যোগ কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।

সূত্র: আল জাজিরা