ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পরমাণু সক্ষমতা সমূলে ধ্বংস করা হবে — হোয়াইট হাউস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইরানের পরমাণুবিষয়ক সব সক্ষমতা ‘সমূলে ধ্বংস’ করা হবে।

সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের পরমাণু সক্ষমতা নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে হামলা শুরু করেছে এবং আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে সব গোপন কেন্দ্র রয়েছে, সেগুলোকেও টার্গেট করা হবে।”

তিনি আরও বলেন, “ইরান বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আমাদের প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ যে, তারা আর কখনও পরমাণু অস্ত্র তৈরির পথে আগাতে পারবে না।”

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের আগ্রাসী পরমাণু নীতি এবং ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন। তেহরান এখনো এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ইরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং তারা কোনো হুমকি মেনে নেবে না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জনপ্রিয় সংবাদ

ইরানের পরমাণু সক্ষমতা সমূলে ধ্বংস করা হবে — হোয়াইট হাউস

আপডেট সময় ১২:২৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইরানের পরমাণুবিষয়ক সব সক্ষমতা ‘সমূলে ধ্বংস’ করা হবে।

সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের পরমাণু সক্ষমতা নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে হামলা শুরু করেছে এবং আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে সব গোপন কেন্দ্র রয়েছে, সেগুলোকেও টার্গেট করা হবে।”

তিনি আরও বলেন, “ইরান বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আমাদের প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ যে, তারা আর কখনও পরমাণু অস্ত্র তৈরির পথে আগাতে পারবে না।”

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের আগ্রাসী পরমাণু নীতি এবং ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন। তেহরান এখনো এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ইরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং তারা কোনো হুমকি মেনে নেবে না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।