ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি চর সন্দেহে ইরানে গ্রেফতার ও মৃত্যুদণ্ড বাড়ছে, নিরাপত্তা বাহিনীতে নজিরবিহীন অনুপ্রবেশের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে দেশজুড়ে চলছে ব্যাপক গ্রেফতার অভিযান। বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একের পর এক গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরানি কর্তৃপক্ষ।

সরকারি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ইসরায়েলের চরদের এক নজিরবিহীন অনুপ্রবেশ ঘটেছে ইরানের বিভিন্ন বাহিনীর অভ্যন্তরে। এতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ঝুঁকিতে পড়েছে।

ইরান সরকার বলছে, ইসরায়েলি গোয়েন্দাদের সরবরাহকৃত তথ্যের ওপর ভিত্তি করে সম্প্রতি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে দেশটির অভ্যন্তরে সক্রিয় মোসাদ সংস্থার চরদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে তেহরান।

ইরানি কর্মকর্তারা এসব ঘটনাকে জাতীয় নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করেছেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার এই নতুন পর্যায় গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

জনপ্রিয় সংবাদ

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

ইসরায়েলি চর সন্দেহে ইরানে গ্রেফতার ও মৃত্যুদণ্ড বাড়ছে, নিরাপত্তা বাহিনীতে নজিরবিহীন অনুপ্রবেশের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে দেশজুড়ে চলছে ব্যাপক গ্রেফতার অভিযান। বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একের পর এক গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরানি কর্তৃপক্ষ।

সরকারি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, ইসরায়েলের চরদের এক নজিরবিহীন অনুপ্রবেশ ঘটেছে ইরানের বিভিন্ন বাহিনীর অভ্যন্তরে। এতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ঝুঁকিতে পড়েছে।

ইরান সরকার বলছে, ইসরায়েলি গোয়েন্দাদের সরবরাহকৃত তথ্যের ওপর ভিত্তি করে সম্প্রতি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে দেশটির অভ্যন্তরে সক্রিয় মোসাদ সংস্থার চরদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে তেহরান।

ইরানি কর্মকর্তারা এসব ঘটনাকে জাতীয় নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করেছেন এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার এই নতুন পর্যায় গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।