ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই আবারও নতুন করে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে, যার ফলে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার দায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত গোষ্ঠী বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর পেছনে থাকতে পারে।

এই হামলার পর ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী তেল আবিব ও আশকেলোনসহ একাধিক শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং প্রতিরোধপন্থী শক্তিগুলোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে গাজা, লেবানন সীমান্ত ও সিরিয়া-ইরান সীমান্ত অঞ্চলে একাধিক পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা

নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই আবারও নতুন করে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে, যার ফলে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার দায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত গোষ্ঠী বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর পেছনে থাকতে পারে।

এই হামলার পর ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী তেল আবিব ও আশকেলোনসহ একাধিক শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং প্রতিরোধপন্থী শক্তিগুলোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে গাজা, লেবানন সীমান্ত ও সিরিয়া-ইরান সীমান্ত অঞ্চলে একাধিক পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটছে।