জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান না দেখানো পর্যন্ত আওয়ামী লীগ কখনো শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানের প্রথম দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা অপেক্ষা করেছি প্রায় ১০ মাস—যাতে আওয়ামী লীগের সদস্যরা, নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায়।”
তবে শফিকুল আলমের অভিযোগ, “গত বছরের জুলাই থেকে আওয়ামী লীগ যা করেছে, তা হলো শহীদদের নিয়ে উপহাস, আমাদের সংগ্রামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এবং ১৭ কোটি মানুষকে ‘জঙ্গি’ বলে কলঙ্কিত করা। এর পেছনে উদ্দেশ্য ছিল বিদেশি প্রভুদের সন্তুষ্ট করা—যাতে আবারও তাদের সহায়তায় ক্ষমতায় ফিরে আসা যায় এবং লুণ্ঠন-দুর্নীতির আরেকটি অধ্যায় শুরু করা যায়।”