ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতিকে আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষার সময় নকল সরবরাহের ঘটনায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক তাকে আটক করেন।

মৃদুল হাসান ওই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। আটককৃত ব্যক্তিকে পরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, “আমরা লিখিত নির্দেশনা পেয়েছি। কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

টাঙ্গাইল কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতিকে আটক

আপডেট সময় ০৮:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষার সময় নকল সরবরাহের ঘটনায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক তাকে আটক করেন।

মৃদুল হাসান ওই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। আটককৃত ব্যক্তিকে পরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, “আমরা লিখিত নির্দেশনা পেয়েছি। কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।