ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টের জেরে বরখাস্ত হলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনার জেরে লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাপসী। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা দায়েরসহ কারণ দর্শানোর নোটিশ দেয়।

তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও বরখাস্তের সুপারিশ করে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

 

জনপ্রিয় সংবাদ

এই সরকার আবরার ফাহাদের হত্যার রায় কার্যকর করতে পারলো না: আবরার ফাইয়াজ

ফেসবুক পোস্টের জেরে বরখাস্ত হলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি

আপডেট সময় ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনার জেরে লালমনিরহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাপসী। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় মামলা দায়েরসহ কারণ দর্শানোর নোটিশ দেয়।

তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও তিনি নিরাপত্তার কারণ দেখিয়ে তা এড়িয়ে যান। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ প্রমাণিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও বরখাস্তের সুপারিশ করে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।