দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এবং পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন ইউনূস। এর আগে দিনব্যাপী পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ নিজেদের মধ্যে বৈঠকে বসবে। এ বৈঠক অনুষ্ঠিত হবে একনেকের নিয়মিত বৈঠক শেষে।
উল্লেখযোগ্যভাবে, ১৯ মে থেকে বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “সরকারের অভ্যন্তরে থাকা কিছু আওয়ামীপন্থী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি বিএনপিকে বৈরী হিসেবে দেখছেন।”
অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান।
এছাড়া, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মনে করিয়ে দেন— “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই সময়কার ত্যাগ, জনগণের আস্থা এবং জাতীয় ঐক্য— এসবের প্রতি দায়িত্বশীলতা নিয়ে যেন তিনি সিদ্ধান্ত নেন।”
এই বৈঠকগুলো রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কোনো সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে কি না, সেটিই এখন প্রধান প্রশ্ন।