ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানবন্দরের কাছে হামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে ইরাকের ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছেও ড্রোন হামলার খবর মিলেছে। সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত—আল সুমারিয়া টিভির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। ইরাকের বালাদ সামরিক ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে—এমনটি জানিয়েছে কুর্দিস্তান২৪ নিউজ চ্যানেল, যারা বাগদাদে তাদের সংবাদদাতার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে।

ঘাঁটিটিতে হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘাঁটিটি ইরাকের সালাহউদ্দিন প্রদেশে, রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তরে অবস্থিত। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখ্য, এটি এক সময় ইরাকে দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিট পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের সেকশন-৭ খালি করে দিতে সাধারণ মানুষকে বার্তা দেয়। এরপরই তেহরানের উত্তরপূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি এ সময় ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। পরে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং পাওয়ার কোনো কারণও দেখছেন না জানিয়ে ইরানি এক কর্মকর্তা বলেছেন, ইরান স্থায়ী শান্তি অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

ইরাকের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানবন্দরের কাছে হামলা

আপডেট সময় ১০:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

এবার ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে ইরাকের ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছেও ড্রোন হামলার খবর মিলেছে। সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত—আল সুমারিয়া টিভির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বতন্ত্র অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য ড্রপ সাইট এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। ইরাকের বালাদ সামরিক ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে—এমনটি জানিয়েছে কুর্দিস্তান২৪ নিউজ চ্যানেল, যারা বাগদাদে তাদের সংবাদদাতার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে।

ঘাঁটিটিতে হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘাঁটিটি ইরাকের সালাহউদ্দিন প্রদেশে, রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তরে অবস্থিত। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানায়, ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখ্য, এটি এক সময় ইরাকে দ্বিতীয় বৃহত্তম মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিট পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের সেকশন-৭ খালি করে দিতে সাধারণ মানুষকে বার্তা দেয়। এরপরই তেহরানের উত্তরপূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি এ সময় ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। পরে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং পাওয়ার কোনো কারণও দেখছেন না জানিয়ে ইরানি এক কর্মকর্তা বলেছেন, ইরান স্থায়ী শান্তি অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।