ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারার দিন শেষ: পার্বত্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে আনন্দের সঙ্গে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারেন, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রায় ৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশের বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। চাইলেও পূর্বের ন্যায় কেউ ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারতে পারবে না। সেই দিন শেষ হয়ে গেছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, গণভোটের কথা বলতে এসেছি ভোটের কথা নয়, গণভোটে আমি কিন্তু না প্রচারণায় আসিনি। গণভোটে হ্যাঁ ভোট জোগাড় করতে হবে আপনাদের। সেই প্রচারণা চালাতেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ নতুনদের জায়গা করে দিয়ে আমরা যেন আমাদের স্ব স্ব জায়গায় ফিরে যেতে পারি। পরে ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সুন্দর বাংলাদেশের জন্য ভোটের চাবি আপনাদের হাতে তুলে দিয়েছেন ড. ইউনূস।

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ

ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারার দিন শেষ: পার্বত্য উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

এবার অন্তর্বর্তী সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে আনন্দের সঙ্গে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারেন, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রায় ৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশের বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। চাইলেও পূর্বের ন্যায় কেউ ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারতে পারবে না। সেই দিন শেষ হয়ে গেছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, গণভোটের কথা বলতে এসেছি ভোটের কথা নয়, গণভোটে আমি কিন্তু না প্রচারণায় আসিনি। গণভোটে হ্যাঁ ভোট জোগাড় করতে হবে আপনাদের। সেই প্রচারণা চালাতেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ নতুনদের জায়গা করে দিয়ে আমরা যেন আমাদের স্ব স্ব জায়গায় ফিরে যেতে পারি। পরে ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সুন্দর বাংলাদেশের জন্য ভোটের চাবি আপনাদের হাতে তুলে দিয়েছেন ড. ইউনূস।