ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, হুইলচেয়ারে করে বিমানবন্দরে উপস্থিতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফ্লাইট থেকে তাকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয়, তখন তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান। তবে রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি হুইলচেয়ারে বসে অপেক্ষা করছিলেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন

এদিকে, দেশে ফেরার এই সময়ে আবদুল হামিদকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি হত্যা মামলার বিষয়। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও উল্লেখযোগ্যভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

আবদুল হামিদের বিদেশ যাত্রার পর থেকেই সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষত ওই মামলার প্রেক্ষাপটে।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, হুইলচেয়ারে করে বিমানবন্দরে উপস্থিতি

আপডেট সময় ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফ্লাইট থেকে তাকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয়, তখন তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান। তবে রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি হুইলচেয়ারে বসে অপেক্ষা করছিলেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন

এদিকে, দেশে ফেরার এই সময়ে আবদুল হামিদকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি হত্যা মামলার বিষয়। চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও উল্লেখযোগ্যভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

আবদুল হামিদের বিদেশ যাত্রার পর থেকেই সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষত ওই মামলার প্রেক্ষাপটে।